১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

সাংবাদিক নেতা আব্দুল্লাহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এম আবদুল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টার দিকে টঙ্গি থেকে জাতীয় প্রেস ক্লাবে আসার পথে আশুলিয়ায় তাঁকে বহনকারী মাইক্রোবাসটিকে প্রচণ্ড বেগে আলিফ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি বুকে প্রচণ্ড ব্যথা পান। দুমড়ে-মুচড়ে যায় তাঁকে বহনকারী মাইক্রোবাসটিও।

পরে পুলিশ ও স্থানীয় জনগণ তাঁকে উদ্ধার করে আরেকটি প্রাইভেটকারযোগে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতাকে ভর্তি করিয়েছেন। তাদের এখানে মেশিন নষ্ট থাকায় এখন গ্রিন লাইফ হাসাপাতালে নিয়ে আসা হয়েছে
দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ৭, ২০১৭ ৬:০১ অপরাহ্ণ