নিজস্ব প্রতিবেদক:
ভাল কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে ভারতে পাচারের শিকার ৩১ বাংলাদেশি নারীকে উদ্ধারের পর ফেরত পাঠিয়েছে ভারত সরকার।
বুধবার পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বিশেষ ট্র্যাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা নারীদের নিজ নিজ পরিবারের কাছে বুঝিয়ে দিবেন এমন শর্তে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ২৫ জনকে ও রাইটস যশোর ছয়জনকে গ্রহণ করেছে। পাচারের শিকার ৩১ নারীর বাড়ি যশোর, সাতক্ষীরা, নড়াইল, খুলনা, বাগেরহাট, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।
ফেরত আসা এ সব নারীরা জানান, তারা ভাল কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে প্রায় ৩ বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মুম্বাই শহরে যায়। সেখানে বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায় কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে তারা আটক হয়। পুলিশ তাদের আদালতে পাঠাই। সেখান থেকে রেসকিউ নামে ভারতীয় একটি এনজিও তাদের আদালত থেকে ছাড়িয়ে নিজেদের সেল্টার হোমে রাখে। পরবর্তীতে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটে তাদের নিজ দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি যশোর শাখার সমন্বয়কারী কর্মকর্তা অ্যাডভোকেট সালমা খাতুন জানান, এক সপ্তাহের মধ্যে নিজ নিজ পরিবারের নিকট তাদেরকে বুঝিয়ে দেয়া হবে। যদি পাচারের শিকার নারীরা পাচারকারীর নামে মামলা করার ইচ্ছা প্রকাশ করে তবে তাদেরকে আইনী সহায়তা দেয়া হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরীফ জানান, পাচারের শিকার নারীদেরকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও রাউটস যশোরের নিকট হস্তান্তর করা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন আর