১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৮

কেন্দ্র থেকে ফেরার পথে ব্রাশ ফায়ার, প্রিসাইডিং অফিসারসহ নিহত ৭

অনলাইন

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভোট কেন্দ্র থেকে ফেরার পথে ভোটগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর ব্রাশ ফায়ার করে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলেই প্রিসাইডিং অফিসার আবদুল হান্নানসহ অন্তত ৭জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনা আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।

বাঘাইছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কংলাক থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে প্রিসাইডিং অফিসারসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রকাশ :মার্চ ১৮, ২০১৯ ১০:২৫ অপরাহ্ণ