নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমেদ বলেছেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা করে আগামী দিনে আমরা যে বিজয় দিবস পালন করতে যাচ্ছি সেই বিজয় দিবসের দামামা একটু একটু করে বাজতে শুরু করেছে।’
সোমবার (১৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে খন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
এমাজউদ্দিন বলেন, ‘এ দেশের সবচাইতে বড় অর্জন হচ্ছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। ২৯ ডিসেম্বর হোক আর ৩০ ডিসেম্বর- একাদশ জাতীয় নির্বাচনে ভোট ডাকাতি করে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। সাড়ে চার হাজার বছরের এ দেশের সব অর্জন ব্যর্থ করে দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপি ব্যর্থ হওয়ার সুযোগ পেল কোথায়? ভোট দিতে গিয়ে দেখে তার ভোট দেওয়া হয়ে গেছে? আসলে ৩০ ডিসেম্বরের মধ্য দিয়ে গণতন্ত্রকে ব্যর্থ প্রমাণ করা হয়েছে।’
ডাকসু নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কাউকে নির্বাচিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করে এটা অকল্পনীয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়সে কোনদিন হয়নি। ২০১৯ সালে তা হয়েছে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য কলঙ্ক।’
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশের জনগণ হতাশায় না পড়লেও হতাশার বাতাস লাগতে শুরু করেছে। হতাশার কালো মেঘ চারদিকে ছেয়ে আছে। এটা দূর করার একটি মাত্র উপায় আছে। তা হল বিএনপিকে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। তাদের দুঃখ বেদনার কথা শুনতে হবে। বলতে হবে নিজেদের কথাগুলোও। তাহলেই হতাশা দূর হবে। আর মানুষও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করবে।’
ড. এমাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।