১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৪

সিলেটে ভোটার উপস্থিতি নেই, কেন্দ্রগুলো ফাঁকা

অনলাইন

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট ও মৌলভিবাজারসহ ১১৬টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। সিলেট জেলা ও মৌলভিবাজার জেলার ১৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলাগুলো হলো জেলার সিলেট সদর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার, মৌলভীবাজার সদর, বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল। সকাল ৮টা থেকেই ভোটগ্রহণ শুরু হলেও ভোটার নেই। কেন্দ্রগুলো ফাঁকা। নির্বাচন কর্মকর্তারা অলস সময় কাটাচ্ছেন।

সকাল ৯টায় সিলেট সদর উপজেলার আখালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ওই কেন্দ্রে মাত্র ৭ জন নারী ও ২৭ জন পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা প্রায় ৭ হাজার জন।
আখালিয়া কেন্দ্রের মতো প্রায় সবকটি কেন্দ্র ভোটার শূন্য বলে খবর পাওয়া গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়বে বলে আশাবাদী প্রার্থীরা।

সিলেট ও মৌলভিবাজারের ১৯ টি উপজেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৩০ লাখ ৯১ হাজার ২২১। ১৩৩৫ ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সিলেট জেলার ১২ উপজেলায় সিলেট জেলার ১২ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৯৩ হাজার ৭১০ জন। মোট ভোটকেন্দ্র ৮১৬টি। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় মোট ভোটার ১২ লাখ ৯৭ হাজার ৫১১ জন। ৫ পৌরসভা আর ৬৭ ইউনিয়নের এ জেলায় ভোট কেন্দ্র ৫১৯টি। ভোট কক্ষের সংখ্যা ৩ হাজার ৩৯৩ টি। এর মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৩ হাজার ৭৬ টি ও অস্থায়ী ভোটকক্ষ ৩১৭ টি।

প্রকাশ :মার্চ ১৮, ২০১৯ ১০:৫৬ পূর্বাহ্ণ