১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:১০

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (১৭ মার্চ) দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, ২৬ মার্চ সারা দেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে, সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য ও জিয়ার মাজারে শ্রদ্ধা জানানো হবে। ২৭ মার্চ কেন্দ্রীয়ভাবে ঢাকায় র‌্যালি করা হবে। তিনি বলেন, ২৫ মার্চ আলোচনাসভা করবে বিএনপি। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি সাতদিন ব্যাপী পালন করবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, হেলাল খান, মোরতাজুল করিম বাদরু, সাইফুল ইসলাম ফিরোজ, মুনীর হোসেন, রোকেয়া চৌধুরী বেবী, আকরামুল হাসান, আব্দুর রহিম প্রমুখ।

প্রকাশ :মার্চ ১৭, ২০১৯ ৫:৩০ অপরাহ্ণ