১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০১

আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২

অনলাইন

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। নিহতরা হলেন, কালাই উপজেলার পুনট মোন্নাপাড়া গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে আফতাব এবং একই উপজেলার মাহিস্য পাড়ার চারু মোহন্তের ছেলে রতন মোহন্ত। আহতদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাতে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ও উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বেশ ক’জন আহত হন। আহতদের মধ্যে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আফতাব উদ্দীন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রতন মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

প্রকাশ :মার্চ ১৭, ২০১৯ ১১:৩১ পূর্বাহ্ণ