ক্রীড়া ডেস্ক:
মেসি খেলার মাঠে যেমন জনপ্রিয় ঠিক তেমনটা মাঠের বাইরেও। খেলার মাঠে নান্দনিক খেলা উপহার দিয়ে আর বাইরে বিভিন্ন সামাজিক সেবা মূলক কাজ করে।
ঠিক তেমন এবার যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার শিশুদের পাশে দাঁড়াল লিও মেসি ফাউন্ডেশন। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত থাকা প্রায় ১৬০০ শিশুর শিক্ষার দায়িত্ব নিয়েছে তার ফাউন্ডেশন। ইতিমধ্যে ২০টি ক্লাসরুম নিয়ে শিক্ষা কার্যক্রম চালু করেছে প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত, চলতি মৌসুমে বেশ ছন্দে রয়েছে মেসি। লা লিগায় এখন পর্যন্ত তার গোলসংখ্যা সর্বোচ্চ ৩২। পিচিচি ট্রফির দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি। চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়লেও মেসির কাঁধে চড়ে লা লিগাসহ বাকি টুর্নামেন্টগুলোর মুকুট ছোঁয়ার স্বপ্ন দেখছে কাতালান সমর্থকরা।