স্টাফ রিপোর্টার:
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকা মহানগরীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সকাল ১১টায় ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে কাকরাইল-শান্তিনগরে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর নেতৃত্বে মিছিলটিতে অংশ নেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রফিক হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, যুগ্ম সম্পাদক আবদুল কাদের ঝিলন, সাবেক কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন জুয়েল, ডা. জাহিদুল কবির, তোফাজ্জল হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগরী নেতাকর্মীরা। অন্যদিকে ঢাকা মহানগর উত্তরের আয়োজনে দুপুর ১২টায় আরেকটি বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় ও মহানগর উত্তরের নেতাকর্মীরা। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েলের নেতৃত্বে মিছিলে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, সাবেক যুগ্ম সম্পাদক আনু মো. শামীম আজাদ, মহানগরের উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবীন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুর, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মোছাব্বির, সাবেক কেন্দ্রীয় নেতা এমজি মাসুম রাসেল, অমিত হাসান হাফিজ, মাহমুদুল বারী, তোফাজ্জল হোসেন, এবিএম মুকুল, জেড আই কামাল, ইঞ্জিনিয়ার আতিকসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন জেলাও মহানগরীতে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

