১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৬

ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

বিদেশ ডেস্ক

ফিলিস্তিনের পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার সকালে পশ্চিম তীরের হেবরন শহরে এ ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মোহাম্মদ শাহিন (২৩) নামে এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে ইসরায়েলি বাহিনী। পরে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সালফিত শহরে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এসময় আরো এক ফিলিস্তিনি নাগরিক মারা যায়।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর জানিয়েছে, মঙ্গলবার সকালে হেবরন শহরে ইসরায়েলি বাহিনীর ওপর ছুরি নিয়ে হামলা করে এক তরুণ। গুলি করা হলে সে মারা যায়।

প্রকাশ :মার্চ ১৩, ২০১৯ ৯:১২ অপরাহ্ণ