১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৫

উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ১৬জন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় সারাদেশে ১৬ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এসব নেতাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল বুধবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নেতাদের বহিষ্কার করে বিএনপি। এর আগে একই কারণে শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি অশোক কুমার কুন্ডু, সহ-সাংগঠনিক সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, রংপুর জেলা পীরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মো ফরহাদ হোসেন অনু, চাঁদপুর জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা, মৌলভীবাজার জেলার জুরী উপজেলা বিএনপির সদস্য আজিবুন খানম, বিএনপি নেত্রী ও বড়লেখা উপজেলা মহিলা দলের সদস্য আমেনা বেগম, ডলি, বড়লেখা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ আবদুস কুদ্দস স্বপন।

এছাড়া কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য কামরুন্নার লুনা, কিশোরগঞ্জ জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আসমা বেগম, তাড়াইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, নিকলী উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রেখা আখতার, ভৈরব উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল-মামুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বাবর আলী বিশ্বাস, ভোলাহাট উপজেলা মহিলা দলের সদস্য মোছা রেশমাতুল আরজ রেখা ও মোছা শাহনাজ খাতুন রয়েছেন।

গত ২৪ জানুয়ারী দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না। বর্তমান সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আর কোন নির্বাচনেই যাবে না বলে জানান তিনি।

প্রকাশ :মার্চ ১৩, ২০১৯ ৯:০৮ অপরাহ্ণ