১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৬

ছাত্রলীগের লেডি সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায়: নুর

নিজস্ব প্রতিবেদক

ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেছেন, সোমবার নির্বাচন চলাকালে ছাত্রলীগের লেডি সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায়। আমাকে আহত করে। ছাত্রলীগের ভিপি প্রার্থী ও ঢাবি ছাত্রলীগ রেজওয়ানুল হক চৌধুরী শোভনের নেতৃত্বে এই হামলা হয়।

ভিপি নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে এসে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ছাত্রলীগের লেডি সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালিয়েছে। আর এতে নেতৃত্ব দিয়েছে শোভন। আমি প্রশাসনকে বলতে চাই-ঢাকা বিশ্ববিদল্যায় একটি অগ্নিস্ফুলিঙ্গ, এই অগ্নিস্ফুলিঙ্গের সঙ্গে খেলতে আসবেন না। তাহলে আগুনে পুড়ে ছারখার হয়ে যাবেন।

প্রকাশ :মার্চ ১২, ২০১৯ ৩:০৫ অপরাহ্ণ