নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের প্রভোস্টকে বরখাস্ত করা হয়েছে। নতুন প্রভোস্ট মাহবুবা নাসরিনকে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে কুয়েত মৈত্রী হলের তালাবদ্ধ এক রুম থেকে বস্তাভর্তি ব্যালট পেপার উদ্ধার করে শিক্ষার্থীরা। এরপরই ওই হলের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুস সামাদ ও প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে।
চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।