১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

১৪৯ যাত্রী ও ৮ ক্রুসহ ইথিওপিয়ান বিমান বিধ্বস্ত

বিদেশ ডেস্ক

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার নাইরোবির উদ্দেশে উড়াল দেওয়ার পর বিধ্বস্ত হয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রাবাহী বিমান। এতে ১৪৯ যাত্রী ও ৮ জন ক্রু ছিল বলে জানা গেছে। এ ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

এ ঘটনায় এরই মধ্যে বিমানের যাত্রী ও ক্রুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবেই আহমেদ। এক টুইট বার্তায় তিনি এই সমবেদনা জানান।

প্রকাশ :মার্চ ১০, ২০১৯ ৩:৪০ অপরাহ্ণ