১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২০

অসুস্থ হয়ে বিএসএমএমইউ’র আইসিইউতে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিয়াক বিভাগে নেয়া হয়।

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের গিণমাধ্যমকে জানান, আজ সকালে ফজরের নামাজ শেষ হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার। এখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপতালে ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম করা হচ্ছে।

প্রকাশ :মার্চ ৩, ২০১৯ ৯:৪৬ পূর্বাহ্ণ