খেলা ডেস্ক
হ্যামিল্টনের সেডন পার্ক স্টেডিয়াম যেন রান স্বর্গ। ব্যাট হাতে নামলেই রান মিলছে। তবে টাইগার ব্যাটসম্যানরা ঠিক তার উল্টো। আগের দিন নিউজিল্যান্ডের দুই ওপেনার জিত রাভাল ও টম ল্যাথাম সেঞ্চুরি তুলে নিয়েছেন। আজ ডাবল সেঞ্চুরি পেলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চরির পর ৭১৫/৬ ইনিংস ঘোষণা করেন উইলিয়ামসন। জাববে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছে টাইগাররা। এখন ইনিংস হারে এড়ানো লড়াই বাংলাদেশে সামনে।
৩০৭ রান পিছিয়ে থেকে ব্যাটিং করতে নামবেন সৌম্য সরকার (৩৯*) ও মাহমুদুল্লাহ রিয়াদ (১৫*)।
৪৮১ রানের বিশাল লিডে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেছিল টাইগার দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। দুজনে মিলে গড়েন ৮৮ রানের জুটি। ব্যক্তিগত ৩৭ রানে নিল ওয়াগনারের বাউন্সে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাদমান। কিন্তু টাইগার ওপেনার তামিম হাঁটছিলেন প্রথম ইনিংসের পথেই। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান তামিম দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নেন। ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার আগে ব্যক্তিগত ৭৪ রানে তামিমকে থামান কিউই পেসার টিম সাউদি। এর আগে মুমিনুল হক (৮) ও মোহাম্মদ মিঠুন (০) দ্রুত সাজঘরে ফিরলে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা জাগে। পরে অবশ্য সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ মিলে উইকেটের লাগাম টেনে ধরেন। কিউইদের পক্ষে দুই উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট। একটি করে শিকার সাউদি ও ওয়াগনারের।