১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৯

পরাশক্তিগুলোর সঙ্গে কথা বলছেন পাকিস্তানি সেনাপ্রধান!

বিদেশ ডেস্ক

ভারতের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে পশ্চিমা দেশগুলোয় তৎপরতা জোরদার করছে পাকিস্তান। শুক্রবার এ নিয়ে বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা ও দূতের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার কামার জাভেদ পৃথক টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার, যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগের প্রধান, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের প্রধান ও পাকিস্তানে থাকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীনের দূতদের সঙ্গে কথা বলেন।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় জানান, তাঁদের সেনাপ্রধান ভারতের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমন ও শান্তি প্রতিষ্ঠার জন্য এসব দেশের সঙ্গে কথা বলেছেন। তিনি তাঁদের এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা থেকে আরও বলা হয়, সেনাপ্রধান সংশ্লিষ্ট দেশগুলোকে জানিয়েছেন যে, বর্তমান পরিস্থিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা দেরি করবেন না। নিজেদের নিরাপত্তার প্রশ্নে যে কোনো আক্রমণের জবাব তারা অল্প সময়ের মধ্যেই দেবে। কারণ নিরাপত্তার প্রশ্নে এই অধিকার পাকিস্তানের আছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী হামলায় ভারতীয় আধা-সামরিক বাহিনীর অন্তত ৪০ জন জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এই হামলার দায় স্বীকার করে বলে ভারতের দাবি। পুলওয়ামা হামলার জবাব দিতেই গত মঙ্গলবার ভোরে পাকিস্তানের ভেতরে ঢুকে অভিযান চালায় ভারত। এতে ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি ভারতের। এরপর বুধবার দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলার ঘটনা ঘটে। এ সময় পাকিস্তানের হাতে বন্দী হন ভারতীয় যুদ্ধবিমানের এক পাইলট। অবশ্য আজ শুক্রবার রাতে অভিনন্দন বর্তমান নামের ওই পাইলটকে ভারতের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান।

প্রকাশ :মার্চ ২, ২০১৯ ৯:৩২ পূর্বাহ্ণ