১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১২

গ্যাসের পাইপলাইন লিকেজ: পুরান ঢাকার সিদ্দিকবাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সিদ্দিকবাজার এলাকার একটি রাস্তার পাশে থাকা তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে হঠাৎ আগুন লাগে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল ইউনিট। তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে। এই অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রকাশ :ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ৯:২৫ পূর্বাহ্ণ