নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় আউকপাড়া বস্তিতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে ডিবি পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ডিবি পুলিশ মাদক চোরাকারবারীদের আটক করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ডিবি পুলিশ জানায়, রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এসআই শহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে আউকপাড়া এলাকার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নুর হোসেনকে ৬০ পিস ইয়াবাসহ আটক করে। এসময় তার পরিবারের সদস্যরা ডিবির এসআই শহিদুল ইসলামকে পিটিয়ে আহত করে। এরপর তারা মাদক ব্যবসায়ী নুর হোসেনকে ছিনিয়ে নেয়।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ী নুর হোসেনকে আবারও আটক করে। এসময় মাদক ব্যবসায়ীরা ডিবি পুলিশের এএসআই ফয়সাল মুরাদ, কনস্টেবল লিমা খাতুন, মামুন হায়দার ও শওকতকে পিটিয়ে আহত করে।
এ ঘটনায় ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ শাহ আলম, রোকেয়া, আনোয়ারা, সালমা ও হোসনে আরাকে আটক করে। পরে আহত ডিবি পুলিশের সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করে।
ঢাকা জেলা উত্তর ডিবির ওসি মোহাম্মদ আবুল বাশার বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হবে।