নিজস্ব প্রতিবেদক
চকবাজার ট্র্যাজেডি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না। একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্য কাজ করছে।
শুক্রবার ঢাকা মেডিকেলে আহতদের দেখতে এসে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এখানে জীবিকার চেয়ে জীবনের ঝুঁকি বেশি। তাই এখানে কেমিক্যাল গোডাউন থাকতে দেওয়া হবে না।
তিনি বলেন, এ ঘটনায় সরকার দায় এড়াতে পারে না। নিমতলীর ঘটনার পর কেমিক্যাল গোডাউন সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ক্লোজ মনিটরিংয়ের অভাব ছিল। তাই এখানে আবার গোডাউন করা হয়েছে।
তিনি আরও বলেন, সিলিন্ডার বিপজ্জনক ঘটনা ঘটাচ্ছে। সিলিন্ডার ব্যবহার না করাই ভালো। এ বিষয়ে নির্দেশনা দিয়েছি। গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার না করার বিকল্প ভাবা হচ্ছে।ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় চকবাজারে নিহতদের মধ্যে নয়জনের পরিবারকে আওয়ামী লীগের পক্ষ থেকে এক লাখ টাকা দেন সেতুমন্ত্রী।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

