এন্টারটেইনমেন্ট ডেস্ক
অভিনেতা, নাটক ও চলচ্চিত্র নির্মাতা এবং ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলুকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হসপিটালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক এই তথ্য নিশ্চিত করেছেন।
পরিবার ও ঘনিষ্ঠজন সূত্রে জানা যায়, গত দুই-তিন দিন ধরে সালাউদ্দিন লাভলুর জ্বর ছিল। শনিবার জ্বর আরও বেড়ে যায়। এরপর ল্যাবএইড হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় তাঁর রক্তের প্লাটিলেট কমে গেছে। পরে রোববার রাত সাড়ে নয়টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, চিকিৎসক আমাদের জানিয়েছেন আতঙ্কের কিছু নেই।
প্রসঙ্গত, অনেক জনপ্রিয় নাটকের স্রষ্টা সালাউদ্দিন লাভলু। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- রঙের মানুষ, ভবের হাট, গরুচোর, ঢোলের বাদ্য, আলতা সুন্দরী, ডাক্তার, ঘর কুটুম ও সাকিন সারিসুরি।