নিজস্ব প্রতিবেদক
রাজধানীর অর্ধেক অংশে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। গতকাল সকাল থেকে রাজধানীর আজিমপুর থেকে ধানমণ্ডি, মোহাম্মদপুর, কল্যাণপুর হয়ে মিরপুর পর্যন্ত তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। সকালে ঘুম থেকে জেগেই দুর্ভোগে পড়েন এসব এলাকার লাখ লাখ বাসিন্দা। কিছু কিছু এলাকায় চুলা মিটমিট করে জ্বললেও তাতে পানিও গরম হয়নি, ডিমও ভাজা যায়নি। পাড়া-মহল্লার হোটেলগুলোতেও গ্যাস না থাকায় খাবার পেতে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। যেসব দোকানে সিলিন্ডারে রান্না হয়েছে সেখানে দেখা গেছে ক্রেতাদের দীর্ঘ সারি। সিএনজি স্টেশনগুলোতেও গ্যাস না থাকায় বের হতে পারেনি অনেক যানবাহন। সরজমিন বিভিন্ন এলাকা ঘুরে গ্রাহকদের এ দুর্ভোগের চিত্র পাওয়া গেছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

