১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৬

সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ‘বাংলাদেশ এমন একটি দেশ যার জন্ম হয়েছিল গণতন্ত্রের জন্য। ১৯৭১ সালে লক্ষ মানুষ স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দিয়েলেন। আজকে স্বাধীনতার ৪৭ বছর পর দেখছি সরকার আবারো গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, ‘স্বাধীনতা আর গণতন্ত্র এক কথা নয়। ক্ষমতার আশবাদে পাগল হয়ে, মানুষের ভোটাধিকার বিসর্জন দিয়ে, সন্ত্রাসের নির্বাচন দিয়ে আবারো তারা ক্ষমতায় এসেছে।’
মঈন খান বলেন, বহিঃবিশ্বের কোনো দেশই এখন বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ বলে না। আগামী দিনে খালেদা জিয়াকে মুক্ত করে বাংলাদেশের মানুষকে ‘বহুদলীয় গণতন্ত্র’ ফিরিয়ে দেওয়ার অঙ্গীকারও করেন তিনি।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানও এ সময় বক্তব্য রাখেন।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ৭:০৬ অপরাহ্ণ