১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৬

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ বিপদের ওপর বিপদ নিউজিল্যান্ডের

দৈনিক দেশজনতা ডেস্ক:

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুতেই স্লো ওভার-রেটের বড় শিকার হয়েছেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক উপুল থারাঙ্গা। প্রথম ম্যাচশেষেই দুই ম্যাচে নিষিদ্ধ হলেন। তাতে শেষ তার টুর্নামেন্টের গ্রুপপর্ব। থারাঙ্গার মতো ৩৯ মিনিট দেরী হয়নি নিউজিল্যান্ডের। তবে গ্রুপ ‘এ’র ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার ঠিকই স্লো ওভার-রেটের কবলে পড়েছে তারা। কার্ডিফের ম্যাচের পর ওই কারণে শাস্তি হয়েছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও তার দলের।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট হিসেব করে দেখলেন বাড়তি যে সময়টা দেওয়া যায় তা দেওয়ার পরও সময় মেলে না। সব মিলিয়ে লক্ষ্যের চেয়ে ২ ওভার কম পড়ে যায় নিউজিল্যান্ডের। কিউই অধিনায়ক উইলিয়ামসনের তো এই দোষ মেনে নেওয়া ছাড়া উপায় নেই। মেনে নিলেন তিনি ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা। তার দলের অন্য খেলোয়াড়রা গুনবেন ২০ শতাংশ জরিমানা।

আপাতত বড় শাস্তি মানে নিষেধাজ্ঞা থেকে বেঁচে গেলেন উইলিয়ামসন। কিন্তু তাকে হুশিয়ার করে দিয়েছে আইসিসির বিবৃতি, ‘এই টুর্নামেন্টে নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে স্লো ওভার-রেটের দ্বিতীয় ঘটনা যদি কেন উইলিয়ামসন ঘটান তাহলে এক ম্যাচে নিষিদ্ধ হবেন তিনি।’

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সাবেক চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এমনিতে খুব বিপদেই আছে। অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হলো। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮৭ রানের হারা তাদের টুর্নামেন্টের সেমি-ফাইনালে খেলা কঠিন করে তুলেছে। এখন শুক্রবার তারা যদি বাংলাদেশকে হারাতে পারে এবং অস্ট্রেলিয়া হারে ইংল্যান্ডের কাছে তাহলে শেষ চারে উঠতে পারবে নিউজিল্যান্ড।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ৭, ২০১৭ ২:৩৫ অপরাহ্ণ