১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

ভোটের অনিয়মের প্রতিবাদে কালো ব্যাজ নিয়ে ঐক্যফ্রন্টের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

একাদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ করে এর প্রতিবাদে বুকে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার বেলা ৩টা টা থেকে শুরু হয়ে চারটার কিছুপর শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর ঐক্যফ্রন্টের সমন্বয়কারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। মানববন্ধনে জেএসডি সভাপতি আসম আবদুর রব, বিএনপির ড. আবদুল মঈন খান, গণফোরামের এডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির বেগম সেলিমা রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট শিরিন সুলতানা প্রমুখ নেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা একাদশ সংসদ নির্বাচনের আগের রাতেই আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সহায়তায় ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ করে অবিলম্বে নতুন নির্বাচন দাবি করেন। দেশের মানুষ নির্বাচন মেনে নেয়নি দাবি করে নেতারা বলেন, প্রহসনের এই নির্বাচন জাতির জন্য একটি কলঙ্ক হয়ে থাকবে।

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৯ ৫:১৪ অপরাহ্ণ