২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৪৫

ঐক্যফ্রন্টের ‘কালো ব্যাজ’ ধারণ বিকেলে

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতির’ প্রতিবাদে এক ঘণ্টার কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ বুধবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে কর্মসূচি সফল করতে গত সোমবার ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।

ওইদিন আবদুস সালাম বলেন, ‌‘ভোট ডাকাতির প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করা হবে। আর ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গণশুনানি।’

গণশুনানি কর্মসূচি কিভাবে কোথায় হবে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম হয়েছে অভিযোগ করে অনতিবিলম্বে পুনরায় নির্বাচন দাবি করেন আবদুস সালাম।

নির্বাচিতদের শপথ নেওয়াসহ বিভিন্নভাবে প্রলুব্ধ করে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে সরকার- এমন অভিযোগ করে তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের মধ্যে কোনো বিভেদ নেই। ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে।’

এক প্রশ্নের জবাবে আবদুস সালাম বলেন, ‘আওয়ামী লীগের অধীনে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। সেটা ৩০ ডিসেম্বর প্রমাণ হয়েছে। তার প্রতিবাদেই এ কর্মসূচি। কর্মসূচিতে জাতীয় নেতারা আসবেন। দেশবাসীর কাছেও সহযোগিতা চাই।’

গত ৩১ জানুয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে উল্লিখিত কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৯ ৯:৩৩ পূর্বাহ্ণ