১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০০

চিকিৎসা শেষে দেশে ফিরলেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে গতকাল সোমবার রাতে ঢাকায় ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।

গত ২০ জানুয়ারি চিকিৎসার জন্য দেশটিতে যান এরশাদ। ১৫ দিন পর গত রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

বিমানবন্দরে এরশাদকে স্বাগত জানান জাপার ভারপ্রাপ্ত চেয়ার‍ম্যান জি এম কাদের, জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৯ ৮:৫৪ পূর্বাহ্ণ