খেলা ডেস্ক
ইংলিশ চ্যানেলের অতল গভীরে গতকাল রাতে খোঁজ পাওয়া গিয়েছিল এমিলিয়ানো সালাকে বহনকারী এয়ারক্রাফটের ধ্বংসাবশেষ। সেখানেই একটি দেহ দেখতে পেয়েছে অভিযানকারী দল। দলটির প্রধান ডেভিড মিয়ার্নস জানিয়েছেন, হয়ত সেই নিথর দেহটিই সালার।
পেশায় একজন বিমান ধ্বংসাবশেষ খোঁজকারী মিয়ার্নসই ছিলেন সালাকে পুনরায় খোঁজে নিয়োজিত বোটের ক্যাপ্টেন। খোঁজ শুরু করার কয়েক ঘণ্টার মধ্যেই গিয়েরেন্সির উত্তরে সালার এয়ারক্রাফটের ধ্বংসাবশেষ খুঁজে পান তিনি। প্রায় সপ্তাহ দুয়েক পর এয়ারক্রাফটটির সন্ধান মিললেও বিস্ময়করভাবে প্রায় পুরো বিমানটিরই ধ্বংসাবশেষ আছে সেখানে, ‘এয়ারক্রাফটটি ভেঙ্গেচুরে গেছে, কিন্তু প্রায় পুরোটাই পানির নিচে আছে। এর ভেতরে আমরা একটি দেহও দেখতে পেয়েছি। যুক্তরাষ্ট্রের বিমান দুর্ঘটনা তদন্ত অধিদপ্তরের রিমোট চালিত সাবমেরিন দিয়েই খোঁজ পাওয়া গেছে ধ্বংসাবশেষের।
উল্লেখ্য, সালা নিখোঁজ হওয়ার পর টানা ৪ দিন তার খোঁজ করেও না পেয়ে অভিযান সমাপ্ত ঘোষণা করেছিল গিয়েরেন্সি পুলিশ। এরপর ‘গো ফান্ড মি’ ওয়েবসাইটে সালার খোঁজ পুনরায় শুরু করার জন্য খোলা হয় একটি তহবিল। ফুটবলারদের অনুদানে এই সপ্তাহেই আবার শুরু হয়েছিল খোঁজ। শুরুর দিনেই সালার সেই পাইপার মালিবু এয়ারক্রাফটের আসনের দুটি কুশন খুঁজে পেয়েছিল অভিযানকারীরা। সালা এবং পাইলট ডেভিড ইবটসনের কপালে কী ঘটেছে, তা এখন নিশ্চিত অনেকটাই।