১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৫

মার্চে ফিরছেন আর্জেন্টিনার মেসি?

খেলা ডেস্ক

ইএসপিএন আর্জেন্টিনার দেওয়া তথ্য সঠিক হলে জাতীয় জার্সি গায়ে আবারও ফিরছেন লিওনেল মেসি। মার্চে দুইটি প্রীতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। তখনই ফেরার কথা রয়েছে মেসির।

২০১৮ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে আর্জেন্টিনার বিদায়ের পর স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন মেসি। অবসরে যাওয়ার ব্যাপারেও এতদিন কিছু জানাননি, তাই মেসির ফেরার সম্ভাবানাটাই বেশি। জুনে শুরু হচ্ছে কোপা আমেরিকা। সেই টুর্নামেন্টে অংশ নিতেই আর্জেন্টিনার হয়ে ফিরবেন বলে জানিয়েছে ইএসপিএন এর বিশ্বাসযোগ্য সূত্র।

মার্চের ২২ তারিখ মাদ্রিদে ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচ আর্জেন্টিনার। এর ৪ দিন পর চেক প্রজাতন্ত্রনের বিপক্ষে আর্জেন্টিনা খেলবে জার্মানিতে। ওই দুই প্রীতি ম্যাচেই খেলার কথা রয়েছে মেসির।

কোপা আমেরিকার ড্র এর পর লিওনেল স্কালোনিও অবশ্য একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। মেসির ফেরার নিয়ে আগের যে কোনো সময়ের চেয়ে আশাবাদী বলে জানিয়েছিলেন তখন। তারও আগে জানিয়েছিলেন, তার কোচিং ক্যারিয়ারে একটাই আফসোস, মেসির মতো খেলোয়াড়কে দলে না পাওয়া। সেই আক্ষেপ বোধ হয় খুব তাড়াতাড়িই ঘুচতে যাচ্ছে।

বিশ্বকাপের পর অন্তবর্তীকালিন কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন স্কালোনি। এরপর গত মাসে পাকাপাকিভাবে পেয়েছেন আর্জেন্টিনার কোচের চাকরি। সহকারি হিসেবে আছেন পাবলো আইমার। তিনি আবার মেসির ছোটবেলার আইকনও!

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৯ ১১:৫৬ পূর্বাহ্ণ