১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

এরশাদের শারীরিক উন্নতি ঘটছে : জিএম কাদের

অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার উন্নতি ঘটছে বলে জানিয়েছেন ছোট ভাই জিএম কাদের।

বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী আফিসে এরশাদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে এ কথা জানান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এসময় জিএম কাদের বলেন, এরশাদের শারীরিক উন্নতি ঘটছে এবং হাসপাতালে হাঁটাহাঁটি করেছেন। কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হুসেইন মুহম্মদ এরশাদ তার কর্ম দিয়েই মানুষের হৃদয় জয় করেছেন।
দলের কেন্দ্রীয় যুগ্ম-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম জয়ের উদ্যোগে পল্লীবন্ধুর সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দীর্ঘদিন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত ২০ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। ওইদিন দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে (এসকিউফোরফোরনাইন) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৯ ৮:২৩ অপরাহ্ণ