১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১০

২০০ পেরুনো চিটাগংয়ের কাছে পাত্তা পেল না খুলনা

নিজস্ব প্রতিবেদক

চিটাগং ভাইকিংস ২১৪/৪, ২০ ওভার (ইয়াসির ৫৪, মুশফিক ৫২, শনাকা ৪২, ভিসে ২/২৬)
খুলনা টাইটানস ১৮৮/৮, ২০ ওভার (মাহমুদউল্লাহ ৫০, ভিসে ৪০, আবু জায়েদ ৩/৩৩, ডেলপোর্ট ২/২৯)
চিটাগং ২৬ রানে জয়ী

বিপিএলের এ মৌসুমের সর্বোচ্চ স্কোর গড়ে খুলনা টাটানসকে পাত্তা দেয়নি চিটাগং ভাইকিংস। সিলেট পর্ব চিটাগং শেষ করলো জয় দিয়েই। এটি দিয়ে ৫ ম্যাচে চতুর্থ জয় পেল চিটাগং। পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে তারা। আর খুলনা ৭ম ম্যাচে ছয়টিতেই হেরে টেবিলের তলানীতেই তারা।

প্রথমে ব্যাটিং করে শাহজাদের ১৭ বলে ৪৩, ইয়াসিরের ৩৬ বলে ৫৪, মুশফিকের ৩৩ বলে ৫২, শনাকার ১৭ বলে ৪২ রানের সঙ্গে জাদরানের ৬ বলে ১৬- চিটাগং ভাইকিংস ব্যাটসম্যানরা তুলেছিলেন ঝড়। শুরুর দিকে ক্যামেরন ডেলপোর্টের পর পাওয়ারপ্লের শেষ বলে শাহজাদের উইকেট হারালেও চিটাগং তুলেছিল ৫৬ রান। সেটিও ছাপিয়ে গেছে শেষের ঝড়, শেষ ৫ ওভারে উঠেছে ৭২ রান।

খুলনা খেই হারিয়েছিল শুরুতেই, ১৮ রানের মাঝেই পল স্টার্লিং, আল-আমিন ও জুনাইদ সিদ্দিকের উইকেট হারিয়ে। ব্রেন্ডন টেইলর ও মাহমুদউল্লাহর জুটির অসম্ভব স্বপ্ন দেখাচ্ছিল খুলনাকে, শেষ পর্যন্ত যেটা বাস্তব হয়নি। ডেভিড ভিসের ২০ বলে ৪০ রানের ইনিংসও পার্থক্য গড়তে পারেনি, খুলনা থেমেছে ১৮৮ রানেই।

প্রকাশ :জানুয়ারি ২০, ২০১৯ ৮:৪৬ পূর্বাহ্ণ