নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরীর কর্নেলহাট এলাকার প্লাস্টিক কোম্পানি আরএফএলের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে গোডাউনের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৩টি গাড়ি আগুন নিয়ন্ত্রনে কাজ করছে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।
তিনি বলেন, ভিক্টোরিয়া জুট মিলের ভিতরে আরএফএল কোম্পানি ভাড়া নিয়ে সেখানে গোডাউন করেছে। সেখানেই আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৩টি গাড়ি আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। গোডাউনে প্লাস্টিক হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।
পূর্ণ চন্দ্র মুৎসদ্দী বলেন, আগুন কিভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।
আগুন নেভানোর আগে ক্ষয়ক্ষতি নিরুপণ করাও সম্ভব নয়।