অবশেষে দুই বছর পর দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের সার্কুলার দেয়া হয়েছে। বুধবার থেকে আগ্রহী প্রার্থীরা ওই পদে অনলাইনে আবেদন করতে পারছেন। ২ জানুয়ারি পর্যন্ত আবেদন নেয়া হবে।
মঙ্গলবার রাতে এ নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এবং টেলিটকের ওয়েবসাইটে (http://ngi. teletalk.com.bd এবং www. ntrca.gov.bd) আবেদনের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। ওই দুটি সাইটে গিয়ে আবেদনও করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সারা দেশে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩৯ হাজার ৫৩৫ পদ শূন্য আছে। প্রবেশযোগ্য ওইসব পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। প্রাপ্ত আবেদন জাতীয় মেধার ভিত্তিতে বাছাইপূর্বক বিধি মোতাবেক প্রতিটি পদের বিপরীতে চূড়ান্তভাবে একজন করে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এরপর নির্বাচিতদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকে মোবাইল ফোনে এসএমএস করে নির্বাচিতদের তথ্য জানিয়ে দেয়া হবে।
বিজ্ঞাপ্তি অনুযায়ী, কেবল মাত্র ৩৫ বছর বয়সীরা নিয়োগের৬ সুপারিশ পাবেন। আবেদনকারীদের ফি হিসেবে ১৮০ টাকা দিতে হবে। নইলে আবেদন বাতিল বলে গণ্য হবে। ভুল বা অসম্পূর্ণ আবেদন বাতিল করা হবে। আবেদনকারীদের উদ্দেশে ১২ দফা নির্দেশনা জারি করা হয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

