১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৭

কামাল হোসেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন: শেখ সেলিম

গোপালগঞ্জ -২ আসনে আ’লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি ডা. কামালকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি জামায়াতের সঙ্গে সঙ্গে ঐক্য করেছেন।

এ প্রশ্ন করতেই আপনি সাংবাদিককে বলেছেন তুমি কে? তোমাকে কে টাকা দিয়েছে। এখন আমরা যদি জিজ্ঞেস করি জামায়াত, স্বাধীনতা বিরোধী, ৭১ ও ৭৫ এর ঘাতকের পক্ষ নিয়েছেন কে আপনাকে কত টাকা দিয়েছেন। আসলে তিনি (ডা. কামাল) নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন।

তারা নির্বাচন বানচাল করতে চায়। নিজে কোন দিন নির্বাচনে জয়ী হতে পারেননি। তাই পরাজয়ের ভয়ে এবার ভোটে দাঁড়াননি। এখন বড়বড় কথা বলছেন। বাংলার মানুষ তাদের প্রত্যাখান করেছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশের নেতা নয় নয়, বিশ্বনেতা। এটি তারা সহ্য করতে পারছেনা। শেখ হাসিনার নেতৃত্বে ভোটের মাধ্যমে এই ষড়যন্ত্রকারীদের পরাজিত করে আমরা আবার বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো।

গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোঃ ইউসুফ আলী, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান নাজিব আহম্মেদ, সাবেক চেয়ারম্যান আকবর হোসেন ফরাজী, আওয়ামী লীগ নেতা আছরারুল হক লিটু সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এ সময় কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিকদার নূর মোহাম্মদ দুলু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৮ ৭:৫৮ অপরাহ্ণ