১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

কামাল-খোকনের ওপর হামলায় আইনজীবীদের নিন্দা

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেন এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকনের ওপর হামলার নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বিভিন্ন আইনজীবী সংগঠন ও আইনজীবী নেতারা।

এ ছাড়া মাহবুবউদ্দিন খোকনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সুপ্রিম কোর্টে প্রতিবাদ সমাবেশ করেছেন সাধারণ আইনজীবীরা। সভায় বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

খন্দকার মাহবুব হোসেনের নিন্দা : সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ওপর হামলার নিন্দা জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইচ চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। এক বিবৃতিতে তিনি মাহবুব উদ্দিন খোকনে ওপর হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

জাতীয় আইনজীবী সমিতির প্রতিবাদ : বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির (সারাদেশের বার অ্যাসোসিয়েশনগুলোর ফেডারেশন) সভাপতি অ্যাডভোকেট শাহ খসরুজ্জামান হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল করার হাত থেকে রক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সুপ্রিম কোর্টে আইনজীবীদের প্রতিবাদ সভা: ঘটনার প্রতিবাদে সুপ্রিম কোর্টে প্রতিবাদ সভা করেছেন সাধারণ আইনজীবীরাও। গতকালের সভায় বক্তারা ব্যারিস্টার খোকনের ওপর গুলি বর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৮ ১২:২৫ অপরাহ্ণ