১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৯

নবীউল্লাহ নবীর প্রচারণায় নেতাকর্মীদের ঢল

গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ চালাচ্ছেন ঢাকা-৫ আসনের বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী নবীউল্লাহ নবী। সোমবার বেলা সাড়ে ১১টায় শনির আখড়ার গোবিন্দপুর বাজার থেকে এ কর্মসূচি শুরু হয়। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই এলাকার বিভিন্ন অলি-গলিতে গণসংযোগ ও পথসভা করছেন রাজপথ কাঁপানো এই নেতা।

এর আগে, গত মঙ্গলবার পারিবারিক কবরস্থান জিয়ারত করে নির্বাচনী গণসংযোগ শুরু করেন নবীউল্লাহ নবী। পরদিন বুধবার মৃধাবাড়িতে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি নানা দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। ইতোমধ্যে ৫০ নং ওয়ার্ড, ৪৮ নং ওয়ার্ড, ডেমরার স্টাফ কোয়াটার ও ডগাইর বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন নবীউল্লাহ নবী।

এ আসনে সর্বমোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৭২৫। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩১৫৯২ এবং নারীভোটার ২,১৯১৩৩। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা মেট্রোপলিটনের ডেমরা, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া ইউনিয়ন নিয়ে এ আসনটি গঠিত।

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৮ ১২:১৬ অপরাহ্ণ