১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৬

তাজমহল ভ্রমণে লাগবে ১৩শ রুপি

সম্রাট শাহজাহানের অনুপম ভালোবাসার নিদর্শন তাজমহল। ভারতের আগ্রায় অবস্থিত ঐতিহাসিক এই স্থাপনা সারা বিশ্বে পরিচিত। ভালোবাসার অমর নায়ক হিসেবে মধ্যযুগে পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি আশ্চর্য স্থাপনা রচিত হয়েছিল তার হাত দিয়ে। স্ত্রী মমতাজের ভালোবাসায় সিক্ত সম্রাট ভালোবাসার পিয়াসুদের কাছে আজও অমর।

তাজমহলের প্রবেশ মূল্য বাড়িয়ে ১৩শ রুপি করা হয়েছে। গত সোমবার থেকে তাজমহলের নতুন এ দর্শন ফি কার্যকর করা হয়েছে। পর্যটকদের ভিড় কমাতেই দেশটির পর্যটন বিভাগ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

আগে মাত্র ৫০ রুপিতে ভারতীয় পর্যটকরা তাজমহল ঘুরে দেখার সুযোগ পেতো। এখন ৫০ রুপির টিকিটে শুধু তাজমহলের চারপাশ ও যমুনা নদী তীর ঘুরে দেখা যাবে। আর তাজমহলের মূল সমাধিতে প্রবেশে করতে লাগবে ২৫০ রুপির টিকিট।

এছাড়া বিদেশি পর্যটকদের তাজমহলে প্রবেশে ও সমাধি দেখতে লাগবে এক হাজার ৩০০ রুপির টিকিট। তবে বাংলাদেশসহ সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য ৭৪০ রুপির টিকিট প্রযোজ্য হবে। যা আগে ছিল ৫৪০ রুপি।

১৯৮৩ সালে তাজমহলকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। তখন একে ‘ভারতের মুসলিম শিল্পের মুকুট এবং বিশ্বব্যাপি সমাদৃত বিশ্ব ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠকীর্তি’ হিসেবে অভিহিত করা হয়।

প্রকাশ :ডিসেম্বর ১৬, ২০১৮ ৩:৪২ অপরাহ্ণ