১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৮

খালেদা প্রার্থী হতে পারবেন কি না জানা যাবে আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হতে পারবেন কি না তা আজ মঙ্গলবার জানা যাবে। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ আজ এ বিষয়ে আদেশ দেবেন। খালেদা জিয়ার পৃথক তিনটি রিট আবেদনের ওপর গতকাল সোমবার শুনানি শেষে আদেশের এদিন নির্ধারণ করেন আদালত।

এদিকে খালেদা জিয়ার মামলার শুনানি শুনতে গতকাল দুপুরে হাইকোর্টে হাজির হয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন বিশেষজ্ঞ ইরিনা মারিয়া গোনারি।

ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে খালেদা জিয়ার করা পৃথক তিনটি রিট আবেদনের ওপর গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, কায়সার কামাল, বদরুদ্দোজা বাদল প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজউদ্দিন মেহেদী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

গতকাল শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, সংবিধান বা আইনের কোথাও বলা নেই যে শুধু নিম্ন আদালতে বা হাইকোর্টে দণ্ড হলে সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

প্রকাশ :ডিসেম্বর ১১, ২০১৮ ৯:২৮ পূর্বাহ্ণ