১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৬

আইনশৃঙ্খলা বাহিনীর চায় ৯৩২ কোটি টাকা, ইসির বরাদ্দ ৪০০ কোটি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারিশ্রমিক হিসেবে যে পরিমাণ টাকা দাবি করছে, তা নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক বাজেটকে ছাড়িয়ে গেছে।

এবারের নির্বাচনের জন্য ইসির বাজেট সব মিলিয়ে ৭০০ কোটি টাকা। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীগুলো যে পরিমাণ টাকা দাবি করেছে তা যোগ করলে দাঁড়ায় ৯৩২ দশমিক ৪৯ কোটি টাকা। এর মধ্যে পুলিশের ৪২৪, র‍্যাবের ৫১ দশমিক ৬২, বিজিবির ৭২, আনসারের ৩৮১ এবং কোস্টগার্ডের ৩ দশমিক ৮৭ কোটি টাকা। বাহিনীগুলো থেকে এই পরিমাণ চাহিদা জানিয়ে ইসিকে চিঠি দেওয়া হয়েছে। সেনাবাহিনী থেকে এখনো কোনো চাহিদা জানানো হয়নি।

ইসি সচিবালয় সূত্র জানিয়েছে, ইসি থেকে এবার নির্বাচন পরিচালনার জন্য ৩০০ কোটি এবং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এ বিষয়ে আজ ইসি সচিবালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো থেকে যে চাহিদা জানানো হয়েছে, তা কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না। তাদের চাহিদা কাটছাঁট করে ৪০০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৮ ৯:২৬ অপরাহ্ণ