১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১১

নির্বাচনে তারকা ভাবনা

আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি মনে করি।

এবারের নির্বাচনে প্রায় সব রাজনৈতিক দল অংশ নিচ্ছে। সেই সঙ্গে আমাদের শোবিজাঙ্গনের অনেকেই এ নির্বাচনে অংশ নিচ্ছেন।

আমাদের দেশে সুষ্ঠু নির্বচানের আভাসই এটি। সার্বিকভাবে আমাদের দেশের অবস্থা আগের চেয়ে ভালো আছে। সুষ্ঠু নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা যেন মানুষের কল্যাণে কাজ করেন, এটাই চাওয়া। সৎ, নিষ্ঠাবান মানুষ যখন দলনেতা হবেন তখন দেশ এমনিতেই উন্নয়নের দিকে যাবে।

আমাদের দেশেও তাই হবে- এটাই আমার প্রত্যাশা। আগামী নির্বাচনে যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন তাদের কাছে আমার প্রত্যাশা, শোবিজের দিকে যেন বিশেষ নজর দেন।

আমাদের ওপর সবার একটি ভুল ধারণা আছে, আর তা হল- শিল্পীরা নাকি ‘দুস্থ’। এ শব্দটি বেশ কষ্ট দেয়। অভিনয় একটি পেশা। সরকারি কিংবা বেসরকারি চাকরির মতোই অভিনয় একটি কর্মস্থান। সে ক্ষেত্রে সব জায়গায় মানুষের ভালো কিংবা খারাপ অবস্থা থাকেই। কিন্তু শোবিজে যারা কাজ করেন তাদের কোনো সমস্যা হলে তাদের কেন দুস্থ বলা হবে?

এ বিষয়টি খুব কষ্টদায়ক। আগামী নির্বাচনে যারা বিজয়ী হবেন তারা যেন অভিনয় শিল্পীদের প্রতি একটু খেয়াল রাখেন। এ জগতে অনেক সমস্যা রয়েছে। পরিবেশ, বাজেট, গল্প সবকিছুতে সমস্যা রয়েছে। পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে।

নাটক, টেলিছবি, ছবি সংস্কৃতিরই একটি অংশ। আমাদের দেশে এ বিষয়ে মন্ত্রণালয় রয়েছে। ওই মন্ত্রণালয় যদি সংস্কৃতি জগতের সব বিষয়ের ওপর খেয়াল রাখে, তবে শোবিজাঙ্গন আরও অনেক দূরে এগিয়ে যাবে আমার বিশ্বাস।

প্রকাশ :ডিসেম্বর ৯, ২০১৮ ৪:৩০ অপরাহ্ণ