২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:০৮

খালেদার মনোনয়ন : ইসির সার্টিফায়েড কপি পেলেই উচ্চ আদালতে রিট

খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করা হবে বলে জানিয়েছে বিএনপি সূত্র। তবে এজন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে সার্টিফায়েড কপির অপেক্ষায় রয়েছেন আইনজীবীরা।

আজ রবিবার সুপ্রিমকোর্ট আইনজীবীর সভাপতি ও খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

জয়নুল আবেদিন গণমাধ্যমকে বলেন, আদেশটিতে তারা কী পরিপ্রেক্ষিতে ভিন্নমত পোষণ করেছেন, এ আদেশের সার্টিফায়েড কপি আমরা এখনও পাইনি। আমাদের প্রতিনিধি ওখানে আছে। সার্টিফায়েড কপি পাওয়ার সঙ্গে সঙ্গে এ আদেশের বিরুদ্ধে আমরা দেশের সর্বোচ্চ আদালতে রিট আবেদন দাখিল করব।

খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেন। তবে তিনি দুই বছরের বেশি দণ্ডপ্রাপ্ত হওয়ার কারণ দেখিয়ে সে মনোনয়নপত্র বাতিল করে ইসি। এরপর আপিলেও খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে ইসি। এবার খালেদা জিয়ার আইনজীবীরা উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রকাশ :ডিসেম্বর ৯, ২০১৮ ৪:০৭ অপরাহ্ণ