১৯শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:২৩

কনকচাঁপার কৃতজ্ঞতা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কনকচাঁপার ফেসবুক অ্যাকাউন্ট ও অফিশিয়াল ফ্যানপেজ হ্যাক হয়েছিল।

হ্যাক হওয়ার পরপরই তিনি বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ ও রাজধানীর পল্টন থানায় জিডি করেছিলেন। অবশেষে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের অফিসারদের আন্তরিকতার কারণে হারানো অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন তিনি।

এজন্য তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কনকচাঁপা বলেন, ‘বাংলাদেশে পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের অফিসাররা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে দিনরাত কাজ করে আমার ফেসবুক আইডি এবং অফিসিয়াল পেজ উদ্ধার করে দিয়েছেন। এজন্য তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।

প্রকাশ :ডিসেম্বর ৮, ২০১৮ ৪:৪৪ অপরাহ্ণ