চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ কর্তৃক ছাত্রীদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবাসিক হলের নামফলক ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চবি শাখা ছাত্রদল।গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববদ্যালয় ছাত্রদল শাখার সহ দপ্তর সম্পাদক আইনুল হোসেন সাগর স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, নির্বাচনী মাঠের অপরাজিত নেত্রী ও গণতন্ত্রের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠিত ছাত্রী হলের নামফলক ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের উপড়ে ফেলা, ভাঙচুর এবং নির্বাচনী মাঠের অপরাজিত তথা বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় এমন একজন নেত্রীকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সভাপতি খুরশেদুল আলম ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ একের পর এক অপকর্মের দ্বারা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার পাশাপাশি ছাত্র রাজনীতিকে কলুষিত করে যাচ্ছে। বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের ওপর হামলা, মারামারি, চাঁদাবাজি, মাদক বাণিজ্য ও ভর্তি বাণিজ্যসহ এমন কোনো অপকর্ম নেই যাতে তারা জড়িত নয়। তাদের এসব অপকর্ম ঢাকার জন্যেই তারা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এ হীন কার্যে লিপ্ত হয়েছে।
ছাত্রদল নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন- এসব অপকর্মের জবাব এই নৈরাজ্য সৃষ্টিকারীদের যথাসময়ে দেওয়া হবে। “তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনতিবিলম্বে এসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিন, উক্ত নামফলক যথাস্থানে পুনঃস্থাপন করুন। না হয় এই পরিস্থিতির জন্যে চবি প্রশাসন দায়ী থাকবে।”
উল্লেখ্য,গতকাল মঙ্গলবার চবিতে ছাত্রীদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবাসিক হলের নাম পরিবর্তনের দাবিতে হলের নামফলক ভেঙে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগ ‘বীর প্রতীক তারামন বিবি’র নামে হলটির নামকরণ করার দাবি জানান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।