১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৮

পাইলট ঘুমে থাকায় গন্তব্য ছাড়িয়ে থামল বিমান

বিমান চালাতে চালাতে ককপিটের ভেতরেই ঘুমিয়ে পড়েছিলেন পাইলট। ফলে গন্তব্য ছাড়িয়ে প্রায় ৫০ কিলোমিটার দূরে গিয়ে থামল বিমান। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে অস্ট্রেলিয়ায়।

পিপার পিএ–৩১ নামে ওই ছোট বিমানটি অস্ট্রেলিয়ার ডেভনপোর্ট থেকে তাসমানিয়ার কিং আইল্যান্ডে যাচ্ছিল। বিমানে পাইলটই একমাত্র যাত্রী ছিলেন।

অস্ট্রেলিয়ার নিরাপত্তা সংস্থা—অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) বিবৃতি দিয়ে জানিয়েছে, আকাশেই ঘুমিয়ে পড়েছিলেন বিমানচালক। ফলে কিং আইল্যান্ডের যেখানে অবতরণ করার কথা ছিল বিমানটির। তার পরিবর্তে আরও ৪৬ কিলোমিটার বেশি উড়ে গিয়েছিল সেটি।

এটিএসবি–র বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ঘটনাকে অযোগ্যতার মাপকাঠিতে ফেলা হয়েছে। বিমানচালক কিভাবে ওড়ার সময় ঘুমিয়ে পড়লেন, কখন তার ঘুম ভাঙল এবং তারপর তিনি কিভাবে নিরাপদে বিমান নামালেন সেই পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে। বিমানচালককে জিজ্ঞাসাবাদ করা হবে। বিমানের যান্ত্রিক প্রক্রিয়াগুলোও খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

প্রকাশ :নভেম্বর ২৮, ২০১৮ ১০:৩৫ পূর্বাহ্ণ