উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘এইচ’ গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে সিরি-এ চ্যাম্পিয়ন জুভেন্টাস ও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে নিজ নিজ খেলায় জয় পেয়েছে উভয় দলই।
ঘরের মাঠে মারিও মানজুকিচের গোলে ভালেন্সিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে এবারের আসরের অন্যতম শক্তিশালী দল জুভেন্টাস। প্রথম লেগেও ভালেন্সিয়ার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছিল সেরি আর চ্যাম্পিয়নরা।
গ্রুপের অন্য খেলায় ওল্ড ট্র্যাফোর্ডে ফেলাইনির গোলে ইয়াং বয়েজকে ১-০ ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটড।
পাঁচ ম্যাচে থেকে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শেষ ষোলো নিশ্চিত করলো দুইবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। সমান সংখ্যক ম্যাচ থেকে ম্যান ইউ’র পয়েন্ট ১০।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

