২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২১

ঢাকা টেস্টের দল ঘোষণা, নেই ইমরুল

চট্টগ্রাম টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দারুণ ছন্দে আছে টাইগাররা। ঢাকা টেস্টে তাই সিরিজ জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

ঢাকা টেস্টের জন্য মঙ্গলবার দুপুরে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৩ জনের দলে জায়গা হয়নি ইমরুল কায়েসের। তবে শোনা যাচ্ছে শেষ ম্যাচে চোট পেয়েছিলেন ইমরুল। তাই তাকে বিশ্রামে রেখেছেন নির্বাচকরা।

৩০ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

স্কোয়াড:

সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আরিফুল হক, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম।

প্রকাশ :নভেম্বর ২৭, ২০১৮ ৪:০০ অপরাহ্ণ