২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

শুভেচ্ছা জানিয়ে অপমান!

রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়ে গেছে। এখন চলছে বলিউডের এই নতুন দম্পতির রিসেপশন অনুষ্ঠান। ২১ নভেম্বর সন্ধ্যায় বেঙ্গালুরুর দ্য লীলা প্যালেসে দীপিকার পরিবারের পক্ষ থেকে রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের আরও তিনটি রিসেপশন অনুষ্ঠান হবে। এই তিনটি অনুষ্ঠানই হবে মুম্বাইয়ে। গত শনিবার সন্ধ্যায় রিসেপশন পার্টিতে আমন্ত্রণ জানানো হয় এই দুই তারকার পরিবারের সদস্য আর আত্মীয়স্বজনকে। ২৮ নভেম্বর রিসেপশন অনুষ্ঠানে থাকবেন মিডিয়ার মানুষজন। আর শেষ রিসেপশন পার্টি হবে ১ ডিসেম্বর মুম্বাইয়ে দ্য গ্র্যান্ড হায়াতে। এখানে বলিউডের তারকা আর সহকর্মীদের আমন্ত্রণ জানিয়েছেন দীপবীর।

বিয়ের পর রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি বলিউডের সাবেক আরেক তারকা মনীষা কৈরালা। অনেক দিন তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। মাঝেমধ্যে চলচ্চিত্রে অভিনয় করছেন। গত বছর তাঁর অভিনীত ছবি ‘ডিয়ার মায়া’ মুক্তি পায়। এ বছর ‘লস্ট স্টোরিজ’ আর ‘সঞ্জু’ মুক্তি পেয়েছে। এরপর ‘প্রস্থান’ ছবিতে কাজ করছেন। তাঁর লেখা একটি বই বেরিয়েছে, নাম ‘হিলড’। নিজের জীবনে বয়ে যাওয়া ঝড়ের দিনগুলোর কথা আছে এই আত্মজীবনীতে। তবে একটিবারের জন্যও ভেঙে পড়েননি। ২০১৯ সালের জানুয়ারি মাসে প্রকাশিত হবে বইটি। মনীষা কৈরালা বলেছেন, ‘আমি ক্যানসারের প্রতি কৃতজ্ঞ, সে আমাকে জীবনের মূল্য শিখিয়েছে। যুদ্ধ করতে শিখিয়েছে।’

এদিকে টুইটারে রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুঃখ প্রকাশ করে মনীষা কৈরালা বলেছেন, তিনি এখন দেশের বাইরে, তাই এই শুভ মুহূর্তে তিনি উপস্থিত থাকতে পারছেন না৷ তবে তাঁর শুভকামনা সব সময়ই দীপিকা আর রণবীরের সঙ্গে থাকবে৷

এরপর অঙ্কিত পারাড়কার নামে এক ব্যক্তি টুইটারে দেওয়া এই পোস্টের কমেন্টে নিজেকে মনীষা কৈরালার ভক্ত বলে দাবি করেছেন তিনি লিখেছেন, ‘মনীষা কৈরালা কীভাবে এই রিসেপশন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন? তিনি কোনো আমন্ত্রণ পেয়েছেন?’

ব্যাপারটি গুরুত্বের সঙ্গে নিয়েছেন মনীষা কৈরালা। তিনি রাগ হয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। অঙ্কিত পারাড়কারের এমন আচরণে তিনি অপমানিত হয়েছেন। তবে তাঁর অভিব্যক্তি ছিল খুবই মার্জিত৷ তাঁকে পাঠানো আমন্ত্রণপত্রটি পোস্ট করে মনীষা কৈরালা লিখেছেন, উত্তর-প্রত্যুত্তরে তিনি বিশ্বাসী নন৷


মনীষা কৈরালাকে পাঠানো রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের রিসেপশনের আমন্ত্রণপত্র

ছয় বছর প্রেম করার পর ১৪ নভেম্বর ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেলে রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়েছে কনকানি রীতি মেনে। পরদিন সিন্ধি রীতিতে বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় এই তারকা জুটি। এর আগে ১৩ নভেম্বর ছিল দীপবীরের মেহেদি অনুষ্ঠান, রাতে হয় আংটিবদল। এরপর ১৮ নভেম্বর সকালে ইতালির মিলান থেকে মুম্বাই ফিরে আসেন নবদম্পতি রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন।

প্রকাশ :নভেম্বর ২৬, ২০১৮ ৯:৫৭ পূর্বাহ্ণ