আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে যারা নৌকা প্রতীকে লড়বেন তাদের চিঠি দিতে শুরু করেছে দলটি।
নির্বাচিত প্রার্থীদের রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ডেকে রোববার সকাল ১০টা থেকে তাদের চিঠি দেওয়া হচ্ছে।
আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের চিঠি প্রদানকে ঘিরে বঙ্গবন্ধু এভিনিউ নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। নেতাকর্মী পরিবেষ্ঠিত হয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপ্রাপ্তদের চিঠি নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে।
মনোনয়নপ্রাপ্তির চিঠি হাতে রেলমন্ত্রী মুজিবুল হকসহ অন্যরা
এখন পর্যন্ত যাদের মনোনয়ন চূড়ান্ত হয়েছে তারা হলেন— শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), মুজিবুল হক (কুমিল্লা-১১), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), শ ম রেজাউল করিম (পিরোজপুর-১), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০), আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২), সাদেক খান (ঢাকা-১৩), আসলামুল হক (ঢাকা-১৪), নিজামউদ্দিন হাজারী (ফেনী-২), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), ফাহমি গোলন্দাজ বাবেল (ময়মিনসিংহ-১০), শেখ জুয়েল (খুলনা-২), মাশরাফি বিন মুর্তজা (নড়াইল-২), মুহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), ড. আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১), এনামুল হক (রাজশাহী-৪), অ্যাডভোকেট কামরুল ইসলাম (ঢাকা-২), অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন (পঞ্চগড়-২) ও মাহমুদ উস সামাদ চৌধুরী (সিলেট-৩)।
চিঠি নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে আসলামুল হক সাংবাদিকদের জানান, আওয়অমী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিচ্ছে ।