১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১২

মজাদার চকলেট তৈরি করবেন যেভাবে

চকলেট কমবেশি সবাই পছন্দ করেন। ছোট-বড় সবাই চকলেট খেতে ভালোবাসেন। আর সেই চকলেট যদি আপনার নিজ হাতে তৈরি হয় তাহলে তো কথাই নেই। মজাদার চকলেট তৈরি করার উপায় জেনে নিন এখানে।

উপকরণ :

৪০০ গ্রাম ডার্ক চকলেট

৫০ মিলি মাখন

১০০ মিলি ফ্রেস ক্রিম

২০০ গ্রাম ডার্ক চকলেট

প্রস্তুত প্রণালি :

প্রথমে একটি পাত্রে চকলেট ও মাখন গলিয়ে নিন। আরেকটি পাত্রে ক্রিম গরম করে নিন। এবার প্রথম পাত্রের চকলেটের সাথে উষ্ণ গরম ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার পাত্রটি চুলা থেকে নামিয়ে চকলেটের আকারগুলি যাতে গোল হয়, সেই রকম একটি পাত্রে রেখে জমিয়ে নিন। সব শেষে সাজানোর জন্য ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন।

প্রকাশ :নভেম্বর ২৪, ২০১৮ ৯:৫৩ পূর্বাহ্ণ