২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪২

ফেসবুকে নতুন ফিচার, সময় বাঁচাবে আপনার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যুক্ত হয়েছে নতুন একটি ফিচার। নতুন এই ফিচারটির নাম ‘ইউর টাইম অন ফেসবুক’। নতুন এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীদের সময় বেঁচে যাবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় ২০ নভেম্বর, মঙ্গলবার প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন এই ফিচারটির মাধ্যমে ফেসবুক ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দেওয়া যাবে। এছাড়া নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্যবহারকারীকে নির্ধারিত সময়ের বিষয়ে জানান দেবে। অর্থাৎ নতুন এই ফিচারটির মাধ্যমে দিনে ফেসবুক ব্যবহারের সময় নির্ধারণ করে রাখা যাবে।

উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ফেসবুক ব্যবহারকারী দিনে আধা ঘণ্টা ফেসবুক ব্যবহার করতে চান। এর বাইরে তিনি ফেসবুক এড়িয়ে থাকতে চান। সেই ব্যবহারকারী এই ফিচারটি ব্যবহার করে সময় নির্ধারণ করে দিতে পারবেন। তার দেওয়া নির্ধারিত সময় শেষ হয়ে গেলে ফেসবুক তাকে নোটিফিকেশনের মাধ্যমে তা জানিয়ে দেবে।

প্রাথমিকভাবে এই ফিচারটি ফেসবুকের মূল অ্যাপে কাজ করবে।

এর জন্য ব্যবহারকারীকে অ্যাপের মোর অপশনে গিয়ে ‘সেটিং অ্যান্ড প্রাইভেসি’ অপশনে যেতে হবে। সেখানে ইংরেজি অক্ষরে থাকা ‘সেট ইউর টাইম অন ফেসবুক’ লেখাটি ক্লিক করে ফিচারটি ব্যবহার করতে হবে।

এছাড়া এই ফিচারটির মাধ্যমে সপ্তাহে কোন দিন কত সময় ধরে ফেসবুক ব্যবহার করেছেন, তা দেখা যাবে।

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৮ ৫:১৯ অপরাহ্ণ